বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ, পাঁচ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

এমএহামিদঃ চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ ব্যবসায়ীর কাছ থেকে ৬ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করেছে।গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে দোহাজারী পৌরসভার মাছের বাজার, দেওয়ান হাট মৎস্য আড়ত ও চন্দনাইশ পৌরসভা কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। এসময় বিক্রির জন্য জেলিযুক্ত গলদা চিংড়ি সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।দণ্ডিত ব্যক্তি হলেন, চন্দনাইশ পৌরসভার হারলা গ্রামের পিন্টু সর্দ্দারের ছেলে মৎস্য ব্যবসায়ী বন সর্দ্দা (৩৫)। এসময় অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী,উপজেলা নির্বাহী কার্যালয়ে প্রধান সহকারী মুসলিম উদ্দিন , উপজেলা মৎস্য দপ্তরে ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা। অভিযানে চন্দনাইশ থানার একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।