মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

এম.এ হাশেম ফাউন্ডেশনের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

এস.এম নাঈম উদ্দিন: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বোয়ালখালীতে আলহাজ্ব এম.এ হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় গোমদন্ডী ফুতলস্থ ফাউন্ডেশন চত্বরে বোয়ালখালী পৌরসভার মেয়র ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম জহুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইচ চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঈন উদ্দিন বাদল ও সদস্য সচিব বেলাল মোঃ সাইফুদ্দিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, প্যানেল মেয়র তারেকুল ইসলাম, আমেরিকা প্রবাসী নাদের মাস্টার, ওয়াসিম মুরাদ, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সুনীল চন্দ্র ঘোষ, মাহমুদুল হক, মোঃ পারভেজ, শাহনাজ পারভিন, স্পন্সর জয়নাল আবেদীন মিন্টু, সাইদুল আলম, কামাল উদ্দিন, এস এম কাজেম, আশরাফ উদ্দিন কাজল, খালেক চৌ. মোঃ ইব্রাহীম, আজগর, রফিক, আবু সিদ্দিক সেলিম, দিদারুল আলম, জামাল উদ্দিন, মনজুর মোরশেদ, নজরুল ইসলাম সোহেল, মোকতেয়ার মিন্টু, আবু তাহের মাহমুদুল ইসলাম সাকিব, আমিরুল ইসলাম প্রমুখ।

খেলায় বেলাল ড্রাগ হাউসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিমান ও সুমন জুটি। শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।