শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

কর্মকারের নাম নাই,ছাঁতুরের নানান যশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মে, ২০১৯

আমাদের চেয়ে বড় ক্ষতিকারক কে আর আছে!আমরা নিজেদের সামান্য সার্থে ভালমন্দ,গুণদোষ ও আচার-আচরন বিচার না করেই কাউকে গাছে তুলে নাচি।যারা প্রকৃত কর্মী,তাদেরকে বাদ দিয়ে অন্যদের কথায় মুখে ফেনা তুলছি।ঠিক যেন :কর্মকারের নাম নেই,ছাঁতুরের নানান যশ!

যাদেরকে নিয়ে আমরা লাফালাফি করছি, তাদের থেকে বহুগুণে গুণী,যোগ্য,মেধাবী ও প্রতিষ্ঠিত ব্যক্তি প্রতিটি এলাকায় রয়েছে।তবু ওদের মহান কর্মের দিকে আমরা তাকাইনা,তাকাই কার পেছনে কয়জন ঘুরে আর কার টাকা কি পরিমান আছে!

সামান্যতেই কাউকে মহাতারকা বানাতে চাই আমরা,আবার মহান ব্যক্তিকে মনেই আনিনা।আমাদের এ নির্লজ্জ চরিত্রের কারণে সমাজের ছেলেগুলো আজ বড় মাওলানা,শিক্ষক,অধ্যাপক,কর্মকর্তা,সংবাদকর্মী,নাট্যকার,গীতিকার,সুরকার,অভিনয়শিল্পী,প্রশাসণিক সেবক,ব্যাংকার সহ অন্যান্য পেশা বা কর্মের প্রতি আকর্ষণ হারাচ্ছে।তারা চাচ্ছে লাফ সর্টকাট সফলতার রাস্তা।

বড় কিছু হলেও কেউ নগদ লাভ পাবেনা,কুকর্মে পাশে পাবেনা বলে সুকর্মে বড়দের কথা বলেনা কেউ।বলে পাতি নেতা,বেলকিবাজ সমাজসেবকদের কথা।

উদাহরণস্বরূপ,আপনার আমার সমাজে রাজনৈতিক নেতা (অনেক বড় নাহলে),ব্যবসায়ী,গতানুগতিক পেশাজীবি বহু রয়েছে।আপনার আমার সমাজে বিশ্ববিদ্যালয়ের কয়টা অধ্যাপক,ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠিত মুখ,সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের কয়জন ব্যক্তি,কয়জন সরকারি ডাক্তার,কয়জন সরকারি প্রকৌশলী,কয়জন সামরিক উচ্চপদস্থ লোক রয়েছে!এর কারণ কি?কারণ,আমাদের হীন মানসিকতা।আমরা বড় কীর্তিমান/সৃষ্টিশীলদের পেছনে রেখে,গতানুগতিকদের বাহবা দিচ্ছি!এতে যা হবার হচ্ছে।সৃষ্টিশীল কাজের পৃষ্ঠপোষক নেই,অথচ চামচামির অভাব নেই কোনখানে!

আসুন,গতানুগতিকদের তেলামী না করে মহান পেশাদার /সুকর্মা/সৃষ্টিশীলদের উৎসাহ দিই,তাদের কথা তুলে ধরি।তবেই প্রজন্ম থেকে প্রজন্ম রাস্তায় আঙ্গুল উঁচিয়ে গলা চেঁচিয়ে নেতা হবার গৎবাঁধা বাসনা থেকে নিজেদেরকে সরাবে।পড়ালেখা বাদ দিয়ে বিদেশ গিয়ে কয়েক মুঠো টাকা নিয়ে এসে ফাঁকা ফাঁপড়বাজি থেকে সরে দাঁড়াবে (শখের প্রবাসী বা ফাঁপুড়ে প্রবাসী,প্রকৃত জীবনযোদ্ধা প্রবাসী নয়),তড়িগড়ি করে হরেক রকম গলিতে দৌঁড়িয়ে টাকাওয়ালার খেতাব নিতে চাইবেনা ইত্যাদি ইত্যাদি।প্রজন্ম চাইবে তারা বড় ডাক্তার,প্রকৌশলী,বিজ্ঞানী,উদ্যোক্তা,সমাজকর্মী,সংস্কৃতিকর্মী বা অন্য কিছু হতে,যদি আমরা গতানুগতিকদের তেলামী বাদ দিয়ে প্রকৃত সুকর্মাদের মূল্য দিই।

লেখক : চাষা জহির
গীতিকার,সাংবাদিক ও
নাট্যনির্মাতা