বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: লংগদুতে আ. লীগের ৯ নেতাকে অব্যাহতি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

সাকিব আলম মামুন,লংগদু, (রাঙামাটি) প্রতিনিধিরাঙামাটির লংগদুতে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতা কর্মীকে অব্যহতি দেয়া হয়েছে।

শুক্রবার (৪ঠা ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু’র সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

সদ্য অব্যাহতি প্রাপ্ত নেতাকর্মীরা হলেন, নুর মোহাম্মদ, উপদেষ্টা, লংগদু উপজেলা আওয়ামী লীগ, মোঃ গাউছ আলম, মোঃ রফিক উদ্দিন, লংগদু উপজেলা আওয়ামী লীগ, মোঃ জিয়াবুল হক, সহ সভাপতি, ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মনছুর উদ্দিন ভূইঞা, কুতুব উদ্দিন, সদস্য, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগ, আম্বর আলী, সভাপতি, ভাসান্যাদম ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মোঃ নুরুচ্ছফা, সাংগঠনিক সম্পাদক, ভাসান্যাদম ৮নং ওয়ার্ড শাখা।