আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ মহেশখালীর উপজেলার গোরকঘাটা চৌরাস্তার মোড়ে ০৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর মহেশখালী প্রতিনিধি শেখ আবদুল্লাহ সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন। সন্ত্রাসী হামলার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ টিম ঘটনাস্থল হতে মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় প্রত্যেক্ষদর্শী সাংবাদিক একে রিফাত জানান, ছোট মহেশখালী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সিরাজুল মোস্তাফা বাশির আত্মীয়স্বজন ও আবদুস ছমদ গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মারামারি হলে সাংবাদিক শেখ আবদুল্লাহ নিউজের ভিডিও ফুটেজ সংগ্রহকালে সিরাজুল মোস্তাফা বাশির লোকজন তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে অফিসার ইনচার্জ আবদুল হাই পুলিশ টিমসহ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ৷ ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্ত শেষে মৃত মোহাম্মদ করিম এর পুত্র মোহাম্মদ শান্ত, মৃত আলী মদন এর পুত্র জসিম উদ্দিন সরওয়ার, জাগির হোসেন এর পুত্র সরফরাজ, আবদুল মাবুদের পুত্র রিয়াদ, জাহিদ, নাজির হোসেন এর পুত্র নঈম উদ্দিন, ফজলুল করিমের পুত্র তৌহিদ, মৃত চাদ মনুর পুত্র আবদুল মাবুদ, মৃত চাদ মনুর পুত্র নাজির হোসেন, আবুল হোসেন এর পুত্র রায়হানগংকে আসামী করে আহত সাংবাদিকের পিতা আবদুল খালেক মহেশখালী থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৩/৪৪।
এদিকে, সাংবাদিক শেখ আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহেশখালী উপজেলা প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি’র নেতৃবৃন্দ।