আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
  স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ বৈলতলী সমাজ কল্যাণ পরিষদ এর কার্যকরী কমিটি গঠনঃ ইমন সভাপতি, মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত       পটিয়ায় গৃহ নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ       চন্দনাইশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয় করা লক্ষ্যে সাবেক ইউপি চেয়ারম্যানদের আলোচনা সভা       লোহাগাড়ায় কলেজ শিক্ষার্থী ওবায়দুল হকের মুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন       আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হলেন চন্দনাইশের সন্তান এম.এ হাশেম রাজু       সাতকানিয়ায় বন্যায় আশ্রয়হীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ       আনোয়ারায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে ভূমিমন্ত্রী       ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা:) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু, বাজেট সাড়ে ৪ কোটি টাকা       নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে: আইয়ুব আলী       আনোয়ারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    


এমএহামিদঃ
দেশে বর্তমানে ক্ষমতাসীন দল ওয়ামীলীগ, আর সেই দলে এখন কমবেশি যোগদিচ্ছে, তাদের উপাদীও দিয়েছে তৃন্নমূল আওয়ামীলীগ হাইব্রীট। এই বার দলটির নীতিনির্ধারক কমিটির সিন্ধার্ন্ত, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়া কোন পর্যায়েই আওয়ামী লীগে যোগদান করা অবৈধ বিবেচিত হবে।

যারা ইতিমধ্যে স্থানীয়ভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন, তারা আওয়ামী লীগের সদস্য হবেন যদি কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ অনুমোদন দেয়।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ইতিমধ্যে ইউনিয়ন, পৌরসভা, বা উপজেলা পর্যায়ে বিভিন্ন দণ থেকে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছে, আমরা তাদের যোগদান মূল্যায়ন করবো।
তারা যদি কোন অপরাধ, সন্ত্রাস বা জঙ্গীবাদের সঙ্গে জড়িত থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি তার যোগদান অনুমোদন দেবে নাএবং ঐ ব্যক্তি এখন আওয়ামী লীগের সদস্য থাকবেন না।

ভারপ্রাপ্ত সম্পাদক হানিফ আরো বলেন,নতুন করে আওয়ামী লীগে যোগদানের আগে ঐ অঞ্চলের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে আবেদন করতে হবে। সাংগঠনিক সম্পাদক যোগদানে ইচ্ছুকদের তথ্য দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানাবেন।
এটা যদি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি অনুমতি দেয় সেক্ষেত্রেই তার যোগদানের অনুষ্ঠানিকতা করা হবে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় পর্যায়ে এরকম যোগদানের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর সঙ্গে স্থানীয় স্বার্থ জড়িত। অনেক সময় আমরা জানিও না, কে যোগ দিলো কিভাবে যোগ দিলো,কোন দলে ছিলো ইত্যাদি, কোন একটা ঘটনা ঘটার পর আমরা জানতে পারি। তখন বদনাম হয় আওয়ামী লীগের।

উল্লেখ্য, সম্প্রতি বগুড়ার গোহাইল ইউনিয়নে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী এক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হন প্রবীণ আওয়ামী লীগ নেতা।

২০১৬ সালে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আলী আতোয়ার তালুকদার ফজু আওয়ামী লীগে যোগ দেন। কেন্দ্রীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে স্থানীয় এমপি এবং শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান এই যোগদানের ঘটনা ঘটান।

বুধবার আলী আতোয়ার স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলীকে মারধর করেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে এই খবর এসেছে,এবং মিড়িয়াতে প্রকাশ হয়, এতে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বগুড়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এ ব্যাপারে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, বগুড়ার ঘটনাটি গণমাধ্যমে আসায় আলোচনা হচ্ছে। কিন্তু সারাদেশে এরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। এরকম পরিস্থিতিতে কোনঠাসা হয়ে পড়ছে আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী এবং পরীক্ষিতরা।

জানা গেছে, সারাদেশে এরকম ঘটনার বিচার চেয়ে সহস্রাধিক অভিযোগ এসেছে কেন্দ্রীয় দপ্তরে।

সূত্রে আরো জানা গেছে, এই অভিযোগগুলো তদন্ত হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি-জামাত থেকে যারা ২০০৯ সাল থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছে তাদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামীলীগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি বাইরে থেকে লোক নেওয়া আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এতে করে কোন রকম নতুন করে কেউ আওয়ামী লীগে যোগদিতে পারবেন না।





স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ বৈলতলী সমাজ কল্যাণ পরিষদ এর কার্যকরী কমিটি গঠনঃ ইমন সভাপতি, মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

পটিয়ায় গৃহ নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

চন্দনাইশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয় করা লক্ষ্যে সাবেক ইউপি চেয়ারম্যানদের আলোচনা সভা

লোহাগাড়ায় কলেজ শিক্ষার্থী ওবায়দুল হকের মুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হলেন চন্দনাইশের সন্তান এম.এ হাশেম রাজু

সাতকানিয়ায় বন্যায় আশ্রয়হীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

আনোয়ারায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে ভূমিমন্ত্রী

১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা:) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু, বাজেট সাড়ে ৪ কোটি টাকা

নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে: আইয়ুব আলী

আনোয়ারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম রাঙ্গুনিয়ার অধিবাসী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ইবনে মোহাম্মদ

বাঁশখালীতে ১৪ বছরের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালাক্রমে ধর্ষন- ৪ ধর্ষক গ্রেপ্তার

সাতকানিয়ার এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে বাঁচাতে এগিয়ে আসুন

বাশঁখালীতে এস.এস.সি পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়া শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৫ টি ঘরে আগুন

আগামী ৩ মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের

দোহাজারী সাঙ্গু নদী থেকে আলম নামে এক যুবকের লাশ উদ্ধার

চন্দনাইশে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী

বাঁশখালীতে গণ ধর্ষণ মামলার প্রধান আসামি মজিদ বন্দুক যুদ্ধে নিহত