আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলার প্রত্যয়ে দোহাজারীর কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলী আকবর কোম্পানির স্বত্তাধিকারী আলী আকবর সাহেব বিজ্ঞান ল্যাব স্থাপনের জন্য অনুদান প্রদান করাই বিদ্যালয় পরিচালনা পরিষদ,শিক্ষক -শিক্ষিকা ছাত্রীদের ও এলাকাবাসীরপক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
অনুদান গ্রহন কালে উপস্থিত ছিলেন, বিদ্যানগরের স্বপ্নদষ্ঠা জামালুর-রহমান-খান বিজ্ঞান-প্রযুক্তি স্কুলএন্ড কলেজ, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলী আজম খান,প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, অভিভাবক সদস্য এমএহামিদ, ওসমান আলী ভুট্টা, ইস্কান্দর মেম্বার প্রমুখ।
উল্লেখ্য তিনি চন্দনাইশ উপজেলার শিক্ষার্থীদের টিকা প্রদানের সুবিধাত্বে বিদ্যালয়ে এসি প্রদান করেন। এই সময় আলী আকবর বলেন, দক্ষিণ চট্টগ্রামের প্রচীনতম উপশহর দোহাজারী কিন্তুু আজ পর্যন্ত দোহাজারীতে কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন হয়নি। সমাজের বিত্তশালী এবং সরকারী ভাবে কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আবেদন করেন তিনি। এবং তিনি সহযোগিতা করবেন বলেও জানান।