শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

প্রেসবিজ্ঞপ্তিঃ-মানবিক এবং কল্যানমুলক কর্মকান্ডের মধ্য দিয়ে রাষ্ট্রীয় এবং সামাজিক সমাজ ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।প্রজন্মের কাছে সেবা,সংস্কৃতি,শিক্ষা, মানবিকতার পথ নির্দেশ দিতে সকল সংগঠনকে সঠিক ও সময়োপযোগী কর্মসূচী গ্রহন করা সময়ের দাবী।দেশ এগিয়ে গেছে সত্যি,প্রান্তিক পর্যায়ে এখনো বৈষম্য দূর হয়নি,তাই সাধারণ পরিবারের মাঝে সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের নানাবিধ সহায়তামূলক কর্মকান্ডের সফল ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান ও আলোচনা সভায় বক্তাগন উপরোক্ত বক্তব্য রাখেন।

গত ২৫ ফেব্রুয়ারি পটিয়ার পূর্ব ভাটিখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু হানিফ মোহাম্মদ সজীবের সভাপতিত্বে ও মোঃ ফারকের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠন উত্তরাধিকার এর প্রতিষ্ঠাতা শৈবাল বড়ুয়া,বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক তরুণ কান্তি দত্ত,সমাজসেবক কাঞ্চন কান্তি দত্ত,মহিলা ইউপি সদস্য ছেনুয়ারা আজম তালুকদার,আওয়ামী লীগ নেতা বাবু অধীর শীল,পূজা উদযাপন পরিষদের সভাপতি শিমুল দে বাবু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ নেতা সোহেল উদ্দিন,সহ সভাপতি রবিউল হাসান ইবলু,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন,মান্তুু দে,কেশব দে,রয়েল দত্ত,রুবেল সরকার,পিপলু শীল জয়,রনতোষ সরকার,কাঞ্চন দে,আমজাদ,আরমান,তৌহিদ সহ নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন লোকমান হাকিম ও পবিত্র গীতা পাঠ করেন অধরা শীল।আলোচনা সভার শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয় এবং সংগঠনের নিবন্ধনকিত ছাত্র ছাত্রীদের প্রতিমাস অন্তর প্রত্যককে শিক্ষা সামগ্রী প্রদান অব্যহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।