শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ খেলায় রাঙ্গুনিয়া বিজয়ী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ মার্চ, ২০২২

মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলায়
সাতকানিয়া সেভেন স্টার ফুটবল একাদশকে ২-০গোলে হারিয়ে জয় লাভ করেন রাঙ্গুনিয়া ফুটবল একাদশ।

বুধবার (২মার্চ) বিকেলে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮০ মিনিটের জমজমাট খেলায় প্রথমার্ধে ১ গোল এবং দ্বিতীয়ার্ধে শেষ বাঁশি বাজার আগে আরো একটি গোল করে ২-০ গোলে বিজয়ী হন তাঁরা।

লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলমের সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সদস্য ও বান্দরবনের প্রতিনিধি মো: নাছির উদ্দীন, লোহাগাড়া থানার এস.আই রুহুল আমিন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, সাবেক ইউপি সদস্য মো. নাছির উদ্দির, রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির কোচ মো:আবদুল আলী ও টীম ম্যানেজার মো.ওমর ফারুক প্রমূখ।

জমজমাট এ খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাঙ্গুনিয়া ফুটবল একাদশের খেলোয়াড় হেলাল উদ্দীন

খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের রেফারি আব্দুল মুহিত সৈকত। সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন মো:হুমায়ন ও মিশন। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মো:রাকিবুল ইসলাম।

খেলায় ধারা বর্ণানা করেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. আব্দুল মন্নান আজাদ ও মো. কাইছার হামিদ।