রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

প্রথম আলোর বাঁশখালী প্রতিনিধির উপর সন্ত্রাসি হামলা বিএমএসএফ’র প্রতিবাদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মে, ২০১৯

ঢাকা ১৩ মে ২০১৯: প্রথম আলোর বাঁশখালীর প্রতিনিধি হিমেল বাপ্পার ওপর সন্ত্রাসি হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএফ। অবিলম্বে হামলাকারী যুবলীগ নেতা পরিচয়দানকারী আব্দুল ওদুদ লেদু, ছাত্রলীগ নামধারী রাসেদকে গ্রেফতারের দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর হামলাকারী সন্ত্রাসিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোমবার বিকেল ৪টায় বাঁশখালী উপজেলাি স্বাস্থ্য কমপ্লেক্স’র আরএমও তৌহিদুল আনোয়ারের নানা দূর্ণীতি-অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে এই হামলা চালানো হয় বলে আহত সাংবাদিক হিমেল বাপ্পা বিএমএসএফকে নিশ্চিত করেছেন। হিমেল জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে তাকে ধরে শার্ট ছিড়ে ফেলে এলোপাথারি কিল-ঘুষি মেরে আহত ও লাঞ্ছিত করে।

এ ঘটনায় রাতে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করবে বলে আহত হিমেল জানিয়েছেন। তিনি দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি