এমএহামিদঃ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভাসদরে উচ্ছেদ অভিযান চালানো হয়। ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের ২পাশে প্রায় ৫ একর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
যার বর্তমান মূল্য ১০ কোটি টাকার বেশি।
জানা যায়, ক্রস বর্ডার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে২ টি পটিয়ায়১টি ও চকরিয়ায়১টিসহ মোট ৪টিসহ ছয় লেনের সেতু নির্মাণ করা হচ্ছে। এসকল সেতুর মধ্যে দোহাজারী শঙ্খ নদী তে নির্মিত সেতুর এপ্রোচ সড়ক নির্মাণের জন্য সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত জায়গা উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়।
মহাসড়কের দুই পাশে হাজরী শপিংমল সালাম প্লাজা কাঁচাবাজার সহ বেশকিছু অংশ উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন,সড়ক ও জনপদ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা মনোয়ারা বেগম। এসময় উপস্থিত ছিলেন ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের ব্যবস্থাপক জুলফিকার আহমদ।
তিনি বলেন, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত দোহাজারী মহাসড়কে প্রায় ৫ একর ভুমি উদ্ধার করা হয়েছে।
যার মূল্য১০ কোটি টাকারও বেশি। অনেকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিচছে।আদালতে মামলা চলমান থাকায় কয়েকটি স্থাপনা এখনো সারানো সম্ভব হয়নি। মামলা নিষ্পত্তির পর শীঘ্রই প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত সবগুলো ভূমি উদ্ধার করা হবে।