শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে অস্ত্রসহ তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ মার্চ, ২০২২

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের চন্দনাইশে অবৈধ অস্ত্রসহ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার(২৫ মার্চ) রাতে উপজেলার দেওয়ানহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল হক (২৩), চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন(২৪) এবং ছাত্রলীগ কর্মী ইমরান (২২)।

পুলিশ জানায়, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম পৌরসভা এলাকায় অবৈধ অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও আইন-শৃঙ্খলার দায়িত্ব পালনকালে রাত দেড়টার দিকে খবর আসে পৌরসভার পশ্চিম জামিরজুরি এলাকায় সাতছড়ি খাল ব্রিজের উপর তিনজন লোক একটি মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। ঘটনাস্থলে গিয়ে তিন আটক ছাত্রলীগ নেতাকে পাওয়া যায়। এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফের দেহ তল্লাশি করে ২ রাউন্ড গুলিসহ একটি অস্ত্র উদ্ধার করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।