রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে চাঁদা না দেওয়ায় মিষ্টির দোকান বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তীঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কালীহাটে চাঁদা না দেওয়ায় মিষ্টির দোকান বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে দোকানের মালিক ও কর্মচারীদের মারধরও করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,
চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কালিহাট এলাকায় বহু প্রাচীন ও সুপরিচিত “মা কালী মিষ্টি ভান্ডার” যা অনেকের কাছে হরি কাকার মিষ্টির দোকান নামেও পরিচিত। কিন্তু বেশ কিছুদিন আগে হঠাৎ এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী নাজিম, লোকমান, সৌরভসহ কিছু দুষ্কৃতকারী দোকানের মালিক হরিপদ দে এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা ছাড়া কোনো হিন্দু এই দেশে ব্যবসা করতে পারবে না বলেও হুমকি দেয় । উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্বৃত্তরা গত ২ দিন আগে দোকানে চাঁদার টাকা নিতে আসে, এই সময় বয়স্ক দোকান মালিক হরিপদ দে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে বেধম মারধর করে এবং দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। অনুসন্ধানে জানা যায় দোকান এখনো বন্ধ রয়েছে। শুধু তাই নয় দোকান মালিককে হুমকি দেওয়া হচ্ছে পুলিশকে এব্যাপারে অভিযোগ করা হলে পুরো পরিবারকে ঘরে বন্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হবে। এমন অবস্থায় হরিপদ দে এর পরিবারের সাধারণ জীবনযাপন হুমকির মুখে পড়েছে,তারা আতংকে দিন কাটাচ্ছে । এসব সন্ত্রাসীদের ভয়ের মুখে এমন কি তারা দেশ ত্যাগ করার চিন্তাও করছে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, উক্ত নিন্দনীয় ঘটনাটি জানার পরেও বরমা ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার ইউপি সদস্যরা নিরব ভূমিকা পালন করছে যা দেখে এলাকার অন্যান্য সংখ্যালঘুরা আতংকে দিন কাটাচ্ছে । এমন অবস্থায় স্থানীয় জনগণ এসব দুষ্কৃতকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে যথাযথ আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।