রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

উত্তর রাঙ্গুনিয়ায় রাজারহাট বাজারে অগ্নিকান্ডে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট বাজারে আগুনে পুড়ে গেছে চার দোকান।রবিবার (১২ মে) দিনগত রাত ১ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা। বাজারের একটি কামারের দোকানের কয়লার চুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, উপজেলার দক্ষিণ রাজানগরের রাজারহাট বাজারে রাত ১টার দিকে একটি কামারের দোকানে কয়লার চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে রাজারহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ সিকদারের মুদির দোকান, শিমুল শীলের সেলুনের দোকান, সঞ্জিব বিনয় মহাজনের মুদির দোকান ও সুভাষ কর্মকারের কামারের দোকান পুড়ে গেছে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইউসুফ সিকদার চার দোকানে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।