আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারের উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে সবার সম্মতিক্রমে ১৫জন সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির লিখিত অনুমোদন দেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি। এসময় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এতে সবার সম্মতিক্রমে সভাপতি মনোনীত হন চুনতি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি। সাধারণ সম্পাদক মনোনীত হন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম।
এছাড়াও সহ-সভাপতি মনোনীত হন, যথাক্রমে হাবিবুর রহমান, আবুল হাসেম, ইউপি সদস্য জাফর আলম ও নাছির উদ্দীন। সহ-সাধারণ মনোনীত হন ইউপি সদস্য মনুরুল মাবুদ রয়েল, অর্থ সম্পাদক মনোনীত হন মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মনোনীত হন নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হন মঈনুদ্দিন ভুট্টো, ক্রীড়া সম্পাদক মনোনীত হন আবদুল আলীম, প্রচার সম্পাদক মনোনীত হন চিনা বাবু, এছাড়াও মো: ছাদেক, কায়ছার হামিদ ও আলমগীর হোছাইনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এসময় চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি বলেন, যে সমস্ত মানুষ চুনতি বাজারে সবসময় থাকে, যাদের রাত ৩টার সময়ও পাওয়া যাবে তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। চুনতি বাজারের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং বাজারকে সুন্দরভাবে সাজাতে এই কাজ করে যাবে। আশা করছি নতুন কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সার্ভিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ভূমিকা রাখবে। নতুন কমিটির নেতৃবৃন্দকে আমি সবসময় সহযোগিতা করে যাবো। যেকোনো বিষয়ে আমার কাছে আসবেন। যারা পুরাতন কমিটি থেকে বাদ গেছে তারাও আমাদের মানুষ। তাদের সাথেও পারস্পরিক সম্পর্ক রেখে কাজ করে যাবো।
নতুন কমিটির নেতৃবৃন্দের উদ্যোশ্যে তিনি বলেন, বিগত ৭বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালন করবেন এবং চুনতি বাজারের সম্মান রক্ষা করবেন। যেকোনো বিষয়ে রাত ৩টা বাজে হলেও আমাকে জানাবেন। আমি আপনাদের ডাকে সবসময় সাড়া দেবো ইনশাআল্লাহ।