আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
পটিয়া উপজেলার পশ্চিম থানা মহিরা ফুটবল একাডেমি’র আয়োজনে ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী রায়হান উদ্দিন রুকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত ফাইনাল খেলায় স্থানীয় সুমন শীল ক্লাব এক শূন্য গোলে ভাই ভাই ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভেলুয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রউফ ভূট্টো, বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ দশ হাজার টাকা পুরষ্কার তুলে দেন। রানার্স আপ দলকে ট্রফি ও নগদ পাঁচহাজার টাকা পুরষ্কার তুলে দেন প্রধান বক্তা ইউপি সদস্য আলহাজ্ব খুরশেদ আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর জলিল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইয়াছিন, সাইফু, দেলোয়ার, রাকিব প্রমুখ।