রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় বন বিভাগের সামাজিক বনায়নের বাগান কাটতে বাধা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

মোঃ সেলিম উদ্দীন ,নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা পহরচাদা এলাকায় বন বিভাগের নিলামকৃত বাগান কাটতে বাধা দিচ্ছে কিছু কুচক্রীমহল।
চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের টংকাবতী এলাকার পহরচান্দায় ২০০৫-২০০৬ সনে ২০ হেক্টর সামাজিক বনায়ন করে বন বিভাগ। সামাজিক বনায়ন করে স্থানীয়দের উপকার ভোগী হিসেবে যুক্ত করেন। পরে সামাজিক বনায়নটি বিক্রি করে দেয় বন বিভাগ। যা দরপত্র নং ২২.০১.০০০.৭৩১.১৭.০৪.১৮.৪৫৭ এর মুলে মের্সাস কে বি এন ট্রেডিং নিলাম ক্রয় করেন। পদুয়ার রেঞ্জার সরোয়ার জাহানের নির্দেশে টংকাবর্তী বিট কর্মকর্তা মাহবুব ফেরদৌস মের্সাস কে বি এন ট্রেডিং এর প্রতিনিধি মোঃ আইয়ুবকে বাগান বুঝিয়ে দিতে গেলে স্থানীয় বন খেকো বাধা দেয় এবং দখল করার চেষ্টা করে। বাগান কাটলে চাদা দিতে হবে বলে জানান, যদি চাঁদা না দেয় তাহলে নারী নির্যাতন মামলা করার হুমকি দেয়।
এ ব্যাপারে টংকাবর্তী বিট কর্মকর্তা মাহবুব ফেরদৌস বাদী হয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়রী করেন। ডায়রী নং ৯৩৮। ডায়রীতে নয় জনের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তররা হলেন, পূর্ব কলাউজানের মৃত রাজ বিহারি বড়ুয়ার পুত্র সুনীল বড়ুয়া ওরফে টিপু বড়ুয়া, একই এলাকার রত্না সেন বড়ুয়ার পুত্র সমীর বড়ুয়া, পহরচান্দা এলাকার মৃত ইব্রাহিমের পুত্র মমতাজুল ইসলাম, একই এলাকার ঠান্ডা মিয়ার পুত্র বাচা মিয়া, বাচা মিয়ার পুত্র শামসুর ইসলাম, মৃত এয়াকুবের পুত্র মীর আহম্মদ, মৃত মোহাম্মদ ইব্রাহিমের পুত্র আব্দুল মান্নান, মৃত নজির আহম্মদের পুত্র শামসুর আলমসহ অজ্ঞাত ১৮/২০ হজন।
বিট কর্মকর্তা মাহবুব ফেরদৌস ডায়রীতে উল্লেখ করেন, কয়েকজন সামাজিক বনায়ণের উপকারভোগী বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে সরকারি কাজে বাধা দিচ্ছেন। সাধারণ ডায়রী করার পরও নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
বাগান ক্রেতা মোহাম্মদ আইয়ুব বলেন, ভ্যাটসহ ২৭ লক্ষ ৪৫ হাজার ৮ শত ২০ টাকা সরকারে কোষাগারে জমা দিয়েছি। চাঁদা দিয়ে বাগান কাটা সম্ভব নয়। সন্ত্রাসীদের ভয়ে শ্রমিকরা কাজে আসছে না। বাগান কাটতে না পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য কামনা করছি।