আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম (লোহাগাড়া)
পবিত্র মাহে রমজানের শুরু থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য-সামগ্রীর মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। ওই সময় সর্বমোট ১৪ টি মামলায় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ওই সময় ভ্রাম্যমান আদালতের এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট তরমুজের দোকানের সামনে উপস্থিত থেকে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকা ছোট সাইজের তরমুজ ১২০ টাকা ও বড় সাইজ-১৮০ টাকা মূল্য নির্ধারন করে দেন বিক্রেতাদেরকে। এ সময় সাধারণ মানুষের মাঝে তরমুজ কেনার ধুম পড়ে যায়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আহসান হাবীব জিতু সাংবাদিকদের জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর মূল্য স্বাভাবিকের চেয়ে বেশী আদায় করার দায়ে কতিপয় ব্যবসায়ীকে এভাবে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ’অভিযান আমাগীতেও জোরদার হবে বলে উল্লেখ করেন তিনি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, মূল্য তালিকা ছাড়া ও অধিকমূল্যে পণ্য বিক্রয় করার দায়ে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বটতলী মোটর স্টেশনের তরমুজসহ ফলের দোকান অভিযান চালানো হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।