আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
সাতকানিয়া লোহাগাড়ার সবচেয়ে আলোকিত ব্যক্তিদের জীবন বৃত্তান্ত নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে “সোনার মানুষ” নামের একটি বই। বইটি প্রকাশ উপলক্ষে লোহাগাড়া উপজেলার বিশিষ্টজনদের সাথে একটি মত-বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী হালাল ডাইন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন “সোনার মানুষ” বইয়ের সম্পাদক ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের এম.ডি মোহাম্মদ আব্বাস উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনি, উদ্বোধক ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সামশুল আলম, গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরওয়ার কোম্পানি।
তরুণ সংগঠক শওকত আলী ইমন ও শিল্পী খলিল উল্লাহ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাদিসুর রহমান মিসবাহ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী জামশেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, হাজী শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীল কুমার চৌধুরী, দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক কাইসার হামিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাউন্ড হেলথ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ সাজ্জাদ, ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুক, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি মোজাহিদ হোসাইন সাগর, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, লেখক ও কলামিস্ট মাষ্টার মোহাম্মদ হোসাইন, কবি সোলাইমানসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, “সোনার মানুষ” বই প্রকাশ হলে সাতকানিয়া এবং লোহাগাড়ার জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। বইটির মাধ্যমে আগামীর প্রজন্মরা আলোকিত মানুষ চিনতে পারবে। বক্তারা আরো বলেন, একটি বই প্রকাশিত করতে অনেক খরছের প্রয়োজন। যদি সবাই নিজ নিজ জায়গা থেকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে তাহলে প্রকাশকের জন্য কিছুটা সুবিধা হয়। তাই “সোনার মানুষ” বই প্রকাশের জন্য সকলকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করার আহবান জানান বক্তারা।
এরকম একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য “সোনার মানুষ” বইয়ের সম্পাদক ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের এম.ডি মোহাম্মদ আব্বাস উদ্দীনকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের অতিথিরা। পরে অনুষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।