আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এতে মোট ভোটার সংখ্যা ছিল ৭০৯ জন।সর্বমোট ভোট কাস্ট হয় ৪৭২টি।
অভিভাবক সদস্য হিসেবে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে জয়নাল আবেদীন পেয়েছে ৩৪২ ভোট, মোহাম্মদ খোরশেদ আলম পেয়েছে ৩৪২ ভোট, হাসান মাহমুদ পেয়েছে ৩৪০ ভোট এবং ইয়াছিন আরফাত পেয়েছে ৩৩৮ ভোট। অভিভাবক সদস্য হিসেবে তারা জয়লাভ করেন।
মহিলা অভিভাবক সদস্য পদে পারভিন আকতার ৩২১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জহুরা বেগম পেয়েছে ১৩০ ভোট।
দাতা সদস্য পদে মোট ভোটার সংখ্যা ছিল ৩৭ ভোট , কাস্ট হয়েছে ১৫ ভোট। দাতা সদস্য পদে নরশেদ আলম চৌধুরী ১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
শিক্ষক প্রতিনিধি (পুরুষ) ভোটার সংখ্যা ছিল ১০ ভোট, কাস্ট হয়েছে ১০ ভোট। শিক্ষক প্রতিনিধি (মহিলা) ২ ভোট, কাস্ট ২ ভোট।
শিক্ষক প্রতিনিধি (পুরুষ) আবদুস সালাম পেয়েছেন ১০ ভোট, মো. সলিম উল্লাহ পেয়েছেন ১০ ভোট। শিক্ষক (মহিলা) রুবী রাণী বড়ুয়া ২ ভোট পেয়েছেন।
এদিকে নির্বাচনকে সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করতে পর্যবেক্ষণে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুুহাম্মদ রাফিকুল ইসলাম জামান সহ থানা পুলিশের সদস্যরা।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম। সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব পালন করছেন একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।