আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪২৯ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে লংগদু উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবহমান গ্রাম বাংলার লোকজ সংস্কৃতিভিত্তিক মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে নানা বয়সী ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা লংগদু সদর বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আরিফুল আমিন, উপজেলা প্রকৌশলী জিয়াউল হক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব ইলাহী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।