শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লংগদুতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি:

“ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবসকে কেন্দ্র করে লংগদু উপজেলা পরিষদ প্রান্ত থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তরুণ চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা ও জনসাধারণ উপস্থিত ছিলেন।