বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাতকানিয়া লোহাগাড়ার মানুষ যে গুরু দায়িত্ব তুলে দিয়েছেন তার সঠিক দেখভালের লক্ষ্য নিয়েই তার পথচলা নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী’র

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মে, ২০১৯

মোঃসেলিম উদ্দীন ,বিশেষ প্রতিনিধিঃ এক ব্যতক্রমী সংগঠনের মধ্যদিয়ে গন মানুষের হৃদয়ের ব্যথা বেদনা, নিজ কানে শ্রবন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,সাতকানিয়া-লোহাগাড়া’র নারীজাগরণের অগ্রদূত ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট নারী নেত্রী, ও শিক্ষানুরাগী, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ এর সহধর্মীণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।সাতকানিয়া লোহাগাড়ার সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ চিরতরে বিদায় করার যে মিশন নিয়ে এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলেছেন, তারই হাতে একদিন সাতকানিয়া লোহাগাড়ার এই ব্যাধি দূর হবে ইনশা আল্লাহ। স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত সবাই নারীদের কে নিয়ে ধর্মের দোহায় দিয়ে নিজের সার্থ হাসিলে মগ্ন ছিলেন,কিন্তু মিসেস রিজিয়া রেজা চৌধুরী এক মাত্র মহিলা যিনি দ্বারে দ্বারে গিয়ে মহিলাদের সচেতন করেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত করেছেন, কিন্তু কিছু পাওয়ার উদ্দেশ্য ছিলনা। শুধু মাত্র তাদের উপর সাতকানিয়া লোহাগাড়ার মানুষ যে গুরু দায়িত্ব তুলে দিয়েছেন তার সঠিক দেখভালের লক্ষ্য নিয়েই তার পথচলা। আজকে সাতকানিয়া লোহাগাড়ার নারীরা যে সচেতনে স্বাবলম্বী তাদের সচেতনতা বৃদ্বি সরাসরি এমপি পত্নি মিসেস রিজিয়া রেজা চৌধুরী’ এর অবদান,যা দুই তৃতীয়াংশ মানুষ বুকে হাত দিয়ে বলবে।তিনি নিন্দুকের নিন্দনীয় কথা গুলোকে পুরাতন সিন্ধুকে সঠিক ভাবে বন্দী করতে পেরেছেন বলেই আজকে পর্যন্ত এই অগ্রযাত্রা।
অবশেষে আপনার পথ চলা শুভ হোক,আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক।