আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে নগরীর রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষকের নাম আমান উল্লাহ সিকদার (৬২)। তাঁর বাড়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়িতে।
তিনি বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শেষ করে গতবছর অবসরে যান। তাঁর দুই পুত্র ও পাঁচ মেয়ে রয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার সকালে আমানত উল্লাহ সিকদার গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তার পুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশ্য বের হন। দুপুর ১২টার সময় তিনি ব্লুমিং পার্ক এলাকায় নেমে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওইসময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুল শিক্ষকের পুত্র ফয়েজ সিকদার বলেন, আমার আব্বা গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় আসার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন।