আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
লংগদুতে তল্লাসি চালিয়ে রুহুল কবির (১৯) নামে যুবকের কাছ থেকে ৪৩ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত উপজেলার মাইনীমূখ ইউনিয়নের পশ্চিম জারুলবাগান এলাকার ইউনুস মিয়ার ছেলে রুহুল কবির (১৯)
২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাইনীমূখ বাজারের লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইয়াবা নিয়ে মাদক কারবারী মাইনী বাজারে অবস্থান করেছে এমন গোপন সূত্র পেয়ে তল্লাসি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
লংগদু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ইয়াবা সহ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।