আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের ঘর পেয়েছেন ১৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি ভাবে ঘর হস্তাস্তর কর্মসুচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে লোহাগাড়া উপজেলা পাবলিক হল থেকে গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিক ভাবে সরকারি অর্থায়নে নির্মিত ঘর, জমির দলিল ও নতুন ঘরের চাবি তুলে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধূরী বাবুল, ভাইস চেয়ারম্যান এম, ইব্রাহিম কবির, থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান, কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁইয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান রিয়াদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় নতুন ঘরের চাবি পেয়ে খুশিতে অশ্রু টলটল চোখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা।