আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি)
রাঙামাটির লংগদুতে বুধবার (২৭ এপ্রিল) উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আইন-শৃঙ্খলা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
এছাড়া অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন হোসাইন চৌধুরী, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লংগদু সদর ইউপি চেয়ারম্যান কল্যাণ মিত্র চাকমা, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল সহ আরো অনেকে।
অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, লংগদু উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের সুবিধার্থে সকল প্রকার আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। সামনে ঈদুল ফিতর উপলক্ষে এলাকার হাট বাজারে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা যাওয়া করবে এতে করে যেন কোনো ধরনের অপ্রীতিকর কর্মকান্ড না ঘটে সেদিকে সকলেরই অবগত থাকতে হবে।
এ সময় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগণ উপস্থিত ছিলেন।