আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুরের জাজিরা ঘোপালপুরা খান কান্দি এলাকার আবদুল হাকিম মাতব্বরের ছেলে নিলচাঁন্দ প্রকাশ রুবেল (৩৪) এবং সাভারের নোয়াখাল্লা গলি এলাকার আলী আকবর মৃদার ছেলে আবু নাসির মামুন প্রকাশ নাসের (৪১)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লিখিত এলাকায় বৃহস্পতিবার রাতে এসআই মো. সামছুদ্দৌহার সঙ্গীয় ফোর্স একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের সংশ্লিষ্ট আইনের মামলায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।