রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে অপহৃত ব্যবসায়ী থেকে মুক্তিপন আদায়ের সময় আটক ২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ

চন্দনাইশে অপহৃত ব্যবসায়ীর স্বজন থেকে মুক্তিপনের সময় কোতোয়ালীর মোড় থেকে ২ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। ঘটনার সূত্রে জানা যায়, চন্দনাইশ বাদামতল হাজী এম এ মালেক শপিং সেন্টারের ব্যবসায়ী, চন্দনাইশ মোহাম্মেদপুরের মৃত আবু ছৈয়দের ছেলে মুহাম্মদ আমিনুল ইসলাম (২৮) এর সাথে ব্যবসায়ীক কারণে পরিচিত হয় সাতকানিয়া বাজালিয়া মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলামের (৪০) সেই সুবাদে শহিদুল ইসলাম আমিনুল ইসলামের সাথে ইটের ব্যবসার কথা বলে ৭ থেকে ১০ মে পর্যন্ত ১০ টি ইটের চালান নেয়। প্রতি চলানে ১৬ হাজার ৮ শ টাকার মধ্যে বেশ কিছু টাকা বিকাশে লেনদেন করেন। গত ১২ মে চলানের বকেয়া টাকা দেয়ার কথা বলে মাইক্রোযোগে আমিনুল ইসলাম কে কেরানীহাট যাওয়ার জন্য গাড়িতে তোলেন। কেরানীহাট অতিক্রম করে পাহাড়ের দিকে গাড়ি যেতে দেখলে আমিনুল চিৎকার করে। এ সময় ছিনতাইকারীরা তাকে পিস্তল ঠেকিয়ে হাত পা – বেঁধে বাজালিয়ার হলুদিয়া পাহাড়ে নিয়ে যায়। পাহাড়ে আমিনুল ইসলাম কে আটকে রেখে তার নিকট থাকা বিকাশের ৩ টি মোবাইল থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা, নগদ ১৫ হাজার টাকা, তিনটি মোবাইল সেটসহ ১ লক্ষ ৬২ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের দাবিকৃত ৩ লক্ষ টাকার মধ্যে বাকি ১ লক্ষ ৩৮ হাজার টাকা আদায়ের জন্য আমিনুল ভাইকে মোবাইলে যোগাযোগ করে আপর ৩ অপহরণকারী গত ১৩ মে সন্ধ্যায় কোতোয়ালীর মোড়ে অবস্থান করে। চন্দনাইশ থানা পুলিশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় মুক্তিপন আদায়ের সময় ২ অপহরণকারী ফিরিঙ্গীবাজার আবদুর রহমান দোভাষী বাড়ির মৃত আবদুল বারেকের ছেলে মো. আবদুল আজীজ (৪২) মৃত ইয়ার মোহাম্মাদের ছেলে মো. ইমতিয়াজ উদ্দীন (৪২) কে আটক করলে ও আপর ১ জন পালিয়ে যায়। পরবর্তী তে ভিকটিম আমিনুলকে অপহরণকারীরা মারধর করে পাহাড়ের পাদ দেশে ফেলে পালিয়ে যায়। আমিনুল মোবাইলে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে বাড়িতে আসে। এ ব্যাপারে গত ১৩ মে আমিনুল বাদি হয়ে সাতকানিয়া থানার বাজালিয়া মালিয়াবাদের মৃত আবদুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০) মো. জালাল সিকদারের ছেলে মো. রাহাত আলী (৪৫) নগরীর ফিরিঙ্গীবাজার দোভাষী গলীর মৃত আবদুল বারেকের ছেলে মো. আবদুল আজিজ (৪২) মৃত ইয়ার মোহাম্মাদের ছেলে ইমতিয়াজ উদ্দীন (৪২) কে আসামি করে মামলা দায়ের করেন। সে মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার ১৪ মে আদালতে প্রেরণ কারা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।