বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

খানদীঘি হাইস্কুলের উন্নয়নে সবকিছু করা হবে – এমপি নজরুল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ মে, ২০২২

প্রেসবিজ্ঞপ্তিঃ চন্দনাইশ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন , ঐতিহ্যবাহী খানদীঘি হাই স্কুলটি একসময় আওয়ামী রাজনীতির আশ্রয়স্হল ছিল। আমাদের প্রয়াত নেতা প্রখ্যাত সমাজসেবী আবদুল ওয়াহেদ মাস্টার তাঁর জীবনের সবকিছু উজাড় করে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। এইখানে চারতলা ভবন নির্মাণ কাজ চলছে শ্রীঘ্রই দৃষ্টিনন্দন একটি গেইট নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে , মাঠ ভরাটের জন্যও ব্যবস্হা নেয়া হবে। এই স্কুলের উন্নয়নে সবকিছু করা হবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ মাস্টার এর স্মৃতি বিজড়িত খানদীঘি হাই স্কুলের প্রতি আমার সম্মান আন্তরিকতা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি বিদ্যালয়ে সুপেয় পানির সংকট সমাধানে দ্রুততম সময়ে একটি গভীর নলকূপ বরাদ্দ দেয়া হবে বলে জানান এবং উপজেলা পরিষদ হতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন । তিনি প্রাক্তন শিক্ষার্থীদেরও স্কুলের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। সকাল নয়টায় শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিষ্ঠাতা মরহুম আবদুল ওয়াহেদ মাস্টারের কবরে পুষ্পমাল্য অর্পণ, স্মরনিকার মোড়ক উন্মোচন, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরিষদের আহ্বায়ক ডা নুরুন্নবীর সভাপতিত্বে ও সচিব আমজাদ হোসেন, মাইনুল ইসলাম পুতুল ও এডভোকেট কুতুব উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মরোনত্তর সম্মাননা প্রদান করা হয়েছে বিদ্যালয়ের প্রতিষ্টাতা চন্দনাইশের খ্যাতিমান সমাজহিতৈষী ও শিক্ষাবিদ মরহুম আবদুল ওয়াহেদ মাস্টার কে। কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধিত হয়েছেন বিচারপতি আবদুস সালাম মামুন, পিজি হাসপাতালের চিকিৎসক শহীদ তনয় ডা চৌধুরী মো আনোয়ার ও জাফর আলী সিআইপি, রেলওয়ে কর্মকর্তা ও বিদ্যালয় প্রতিষ্ঠাতার জৈষ্ঠ সন্তান মো সাজ্জাদ হোসেন, পটিয়া উপজেলার কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম ও পুলিশ কর্মকর্তা মাহাবুবুল কবির। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী, স্মৃতিচারন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক মো আলী, সিরাজুল ইসলাম, আনোয়ার আজাদ জিকু, সোহেল মো ফখরুদ্দিন, সাহাব উদ্দিন রাশেল, বদিউল আলম, এনামুল হক, আবদুল হামিদ, আবদুল্লা আল মামুন, মোরশেদ, শাহরুক প্রমূখ । অতিথিবৃন্দ পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মরনিকা দীঘি’র মোড়ক উন্মোচন করেন।
সংবাদ প্রেরক – আমজাদ হোসেন, সদস্য সচিব। পুনর্মিলনী উদযাপন পরিষদ।