আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম (চট্টগ্রাম)
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে দোয়া মোনাজাত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ তাঁতীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
গতকাল (৯মে) বিকেলে আনোয়ারা উপজেলাস্থ মরহুমের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করেন তাঁতীলীগের নেতাকর্মীরা।
ওই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি মমতাজ উদ্দীন, সাধারণ সম্পাদক এম.শাহনেওয়াজ চৌধুরী, ডাঃ আর কে রুবেল, হাসান মুরাদ, এস বি জীবন,নাছির উদ্দীন,আলীম উদ্দীন, মো. মনছুর আলম, মো. হানিফ চৌধুরী, মো. লিটন, তমিজ উদ্দিন,পহর উদ্দিন, গাজী রিপন, শফিউর রহমান, আবুল হাশেম, সিরাজুল ইসলাম চৌধুরী, রিয়াদ ও আদিল শাহ্ মাসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।