শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

স্বপ্নবিলাসের বিদ্যানিকেতনের উদ্যোগে অসহায় শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তী:

ভিন্নধর্মী সেবামূলক শিক্ষাপ্রতিষ্টান স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে চন্দনাইশ উপজেলার গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও ১৭ মে (শুক্রবার) চন্দনাইশ উপজেলার বরকল, কেশুয়া গ্রামের তিনটি শাখায় মোট ৯০ জন (কেশুয়া শাখায় ৪০ জন, উত্তর বরকল ও আব্বাস ফকির বাড়ি শাখায় ৫০ জন) গরীব অসহায় ছাত্রছাত্রীদের ইফতার সামগ্রী বিতরন করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক দিদারুল রশিদ কাজেমী,বিশিষ্ট শিক্ষানুরাগী শহীদুল ইসলাম মিয়াজী, সমাজ সেবক জাবেদ হোসেন চৌধুরী টিপু,সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার ও স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর সদস্য বৃন্দ।

বক্তারা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সকল সদস্যদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে গ্রামের দরিদ্র-অসহায়, পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মানোয়ন্ননের লক্ষ্যে পরিচালিত সংগঠনটির দিন দিন সফলতার প্রান্তে এগিয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐক্যের সুরে সঠিক পরিকল্পনায় ভবিষ্যতে সংগঠনকে আরো সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দক্ষ ভুমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এই রকম মানবতার কাজের বিভিন্ন কার্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন।

ইফতার সামগ্রী বিতরনে সহযোগিতা করেন বরমার কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক জনাব অভিক ওসমান স্যার, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব এনায়েত করিম স্যার, গাউছিয়া কমিঠি বাংলাদেশ উত্তর বরকল শাখার সভাপতি জনাব অাঁজম খান, অাল হাসনাইন শিশু একাডেমীর পরিচালক জনাব দিদারুল রশিদ কাজেমী, মোহাম্মাদ এহাসান সহ প্রমুখ।