রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

স্থানীয় ইউপি নির্বাচনে দল,টাকা বা বংশ দেখে প্রার্থী নির্বাচন হিতকর নয় মোটেই

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ মে, ২০১৯

সম্পাদকীয়
_______

বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর প্রভাব এত পরিমানে বৃদ্ধি পেয়েছে যে,ইউপি সদস্য হতে গেলেও যেকোন দলের সমর্থন বা টিকেট লাগে।ফলে দলগুলো শক্তি,তদবীর ও টাকার বিচারে প্রার্থী নির্ধারণ করে দেয়।যা জনগণের কল্পিত প্রার্থীর সাথে মিলানো যায়না।সকল প্রার্থীই দল থেকে আসে বলে সাধারণের উপযুক্ত প্রার্থী নির্বাচনের সুযোগ খুব একটা থাকেনা।যা দেশের তৃনমূলের উন্নতির জন্য কল্যানকর নয়।দলীয় প্রার্থীর সমর্থক বেশি থাকায় জয় তাদের সহজ হয়।বিপরীত দিকে,দলীয় প্রার্থী জয়লাভের পর নিজ দলের কর্মী-সমর্থকদের মন রাখতে রাখতে বাজেটের বেশ অংশ খরচ হয়ে যায় বৃথায়।তাছাড়া,দলের খুঁটির জোরে নির্বাচিত প্রতিনিধির ধাঁরে কাছে ভিড়াও কখনও কষ্টকর বটে।

আরেকটি কথা,যা হল,আমাদের দেশে বংশ পরম্বরায় উচ্চ বংশীয় প্রার্থী নির্বাচনের একটা হুজুগ রয়েছে।বিশেষ করে এলাকায় দাপট রয়েছে এমন বংশের কাউকে প্রতিনিধি করা হয় প্রায়ই।যার ফলে যোগ্যতাভিত্তিক প্রার্থী যাচাইয়ের সুযোগ খুব একটা হয়না।

আমাদের দেশে আরেকটি চর্চা বেশ জমে উঠেছে
যেটা হল,নির্বাচনে টাকার বিচারে প্রার্থী যাচাই করা।যার ফলে টাকাওয়ালা প্রার্থী শুধু টাকার জোরে বিজয়ের দেখা পেয়ে যান।টাকা যদি জয়ের মানদন্ড হয়,তাহলে নির্বাচন তার মর্যাদা হারায়।আর যারা বেশি টাকা খরচ করে নির্বাচন করে,তারা বৈধ পথে কোটি টাকা খরচ করতে পারে বলে মনে হয়না।টাকার খরচায় জয়ী প্রার্থী জয় লাভের পর প্রতিনিধিত্বকে ব্যবসার মত করে ভাবে।তখন তারা নির্বাচনে মোটা খরচের ফর্দ মেটাতে চায়।

তাই,প্রজন্মকে সুচতুর দৃষ্টিভঙ্গিতে সকল বিষয় বিবেচনা করে প্রার্থী নির্বাচন করতে হবে,যাতে জনগন প্রকৃত অধিকার পায়।কোন কুকৌশলের কাছে পরাজিত হয়ে নয়,বরং সুকৌশলে অতীতের বিষয় আমলে এনেও প্রার্থী নির্বাচন করা উচিত।হুজুগে বিভোর না হয়ে প্রার্থী নির্বাচন করতে পারলেই কেবল উপযুক্ত মূল্যায়ন পাওয়া যাবে।