বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমিরাবাদ ফুটবল একাদশ জয়ী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুন, ২০২২

মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চুনতি ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ।

(৩ জুন) শুক্রবার বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ।

খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, চুনতি ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুুহাম্মদ আবু বক্কর, সাবেক প্রধান শিক্ষক সুজিত কুমার পাল।

খেলা পরিচালনা করেন মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন আহমেদ। খেলায় ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার মুহাম্মদ সেলিম উদ্দিন ও মুহাম্মদ কায়সার হামিদ।

৬০ মিনিটের টানটান উত্তেজনাময় খেলায় কোন পক্ষে গোল না হওয়ায় ট্রাইবেকারে গিয়ে চুনতি ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে আমিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ বিজয় লাভ করেন। খেলা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।