শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুন, ২০২২

মহিউদ্দীন চৌধুরী: পটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ দিবস ও আলোচনা সভায় মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ জুলফিকার আলী বলেছেন, কোনো জমি পতিত রাখা যাবে না, জমির ধরন অনুযায়ী ফসল বা সবজি চাষে সব জমিকে আবাদযোগ্য করে তুলতে হবে।

গতকাল সকালে চট্টগ্রামে পটিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উওর কোলাগাও ইউনিয়নে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন কোলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী,প্যানেল চেয়ারম্যান চন্দন চৌধুরী, ইউপি সদস্য ফারজানা হক মিতু,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল, উপসহকারী কৃষি অফিসার আবু রিয়াদ, রুমা দত্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ক্রমহ্রাসমান চাষযোগ্য জমিতে উচ্চফলনশীল জাত নির্বাচনের মাধ্যমে একটি জমি থেকে বছরে চারটি ফসল আবাদ করে অধিক লাভবান হওয়া সম্ভব।