রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাইলেন্ট হার্ট অ্যাটাক ধরতে যন্ত্রের আবিষ্কার করল দশম শ্রেণীর ছাত্র

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মে, ২০১৯

সাইলেন্ট হার্ট অ্যাটাক ধরতে যন্ত্রের আবিষ্কার করল দশম শ্রেণীর ছাত্র
প্রথমবার্তা ডেস্ক রিপোর্ট : সাইলেন্ট হার্ট অ্যাটাকের যন্ত্র আবিষ্কার করে দশম শ্রেনীর এক ছাত্র৷ আর সেটি নিয়ে ইতিমধ্যেই খবরের শিরোনামে চলে এসেছে আকাশ মনোজ৷ এই যন্ত্রটির মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের লক্ষনগুলি প্রাথমিকভাবে৷ আর তাতেই প্রাণে হয়তো বেঁচে যাবেন বহু মানুষ৷ ছোটবেলা থেকেই বাধাগত পরীক্ষা-ক্লাসরুমের পড়াশুনা করতে তার ভালো লাগতোনা৷ বাড়ি থেকে একঘন্টা দূরে হোসুরে এসে একটি লাইব্রেরিতে পড়াশুনা করতে আসত আকাশ৷ মাত্র দশম শ্রেণীতে পড়াকালীনই আদায় করে নিয়েছেন হৃদরোগে গবেষনার শিরোপা৷ আর এরমধ্যেই পড়ে ফেলেছেন প্রায় এক কোটি টাকার মেডিক্যাল জার্নাল৷

তার এই ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে সে জানিয়েছে, বোর্ডের পরীক্ষার জন্য বাঁধাগত সিলেবাসের পড়াশুনা করতে তার ভালো লাগেনা৷ এর থেকে তার অনেক বেশি ভালো লাগে মেডিক্যাল জার্নালের বই পড়তে৷

কিন্তু পুঁথিগত বিদ্যা ছেড়ে কেন হঠাৎ এই পথে এল মনোজ? সেই ব্যাপারে বলতে গিয়ে তার চোখের কোনটা হালকা করে ভিজে উঠতে দেখা যায়৷ সে জানায়, অনেক ছোট বেলায় তার ঠাকুরদা মারা যায়৷ সে উচ্চ রক্তচাপের রুগী ছিলেন৷ সাথে ছিল তার ডায়বেটিসও৷ কিন্তু সেরম কোনও সমস্যা ছিলনা তার৷ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷ এরপর থেকেই মনোজের ইচ্ছে জাগে এই নিয়ে বিশেষ কিছু করার৷ আর তারপরই সে এই অদ্ভুত যন্ত্রটি আবিষ্কার করে৷