বৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ-বর্ষাকাল -|- ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসক নাসরিন আকতার।

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুন, ২০২২

নিজস্ব প্রতিনিধি:
দোহাজারী পৌরসভার একমাত্র নারী বিদ্যাপীঠ চন্দনাইশ উপজেলার ২০২২ সনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসক নাসরিন আকতার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিক্ষক আবুল কালাম, শহিদুল কবির শাহিন, অভিভাবক সদস্য এমএহামিদ, সহকারী প্রধান শিক্ষক শাহানাজ বেগম, অাশিষ কুমার চৌধুরী, সুভাষ দাশ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১৭টি ল্যাপটপ, রাইটার, নেটওয়ার্ক সুইচ, এলইডি স্মার্ট টিভি, প্রিন্টার, মাল্টিপারপাসসহ বিভিন্ন ধরনের আইটি সরঞ্জামাদি রয়েছে। এতে করে শিক্ষার্থীরা তথ্য ও প্রযুক্তির অভিজ্ঞতা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে এগিয়ে যাবে।