বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- চেয়ারম্যান এম এ হাশেম

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ জুলাই, ২০২২

মহিউদ্দীন চৌধুরী: চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে গতকাল বিকালে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব, মুহাম্মদ নুরুল আমিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাশেম, বক্তব্য রাখেন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্হাপক, কে এম আবুল হোসেন, মুহাম্মদ জসীম উদ্দীন, কামাল উদ্দিন, নজরুল ইসলাম টিপু, ওমর ফারুক, ওয়ায়েজ ছিলেন শায়খ মুহাম্মদ আব্দুল মোস্তাফা রহিম আযহারী, মুহাম্মদ আরিফ রায়হান কাদেরী, মাওলানা সাইফুদ্দীন খালেদ, নাতে রসূল দঃ পরিবেশন করেন, শায়ের মহিউদ্দিন তানভির। এসময় চেয়ারম্যান এম এ হাশেম বলেন, মুসলিম উম্মাহ’র জন্য এক শোকাবহ দিন। পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় দিন।

এইদিন মহানবীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। রাসুল পরিবারের এই আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়।তাঁদের এই ত্যাগ ইসলামকে করেছে আরো সমুন্নত, আরো উজ্জ্বল। ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা।