বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- আবু বাকার আল কাদেরী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ আগস্ট, ২০২২

মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ হুলাইন হযরত ইমাম হোছাইন (রাঃ) বহুমুখী ইসলামী কমপ্লেক্স ট্রাষ্ট পরিচালনায় গাউসিয়া বজল আহমদ ফকির এতিমখানায় ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের ৪র্থ দিনে সালাহউদ্দিন খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বাকার আল কাদেরী। মাওলানা শাহজাহান আল কাদেরী,আবদু রহিম আল কাদেরী,সরোয়ার উদ্দীন সহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন,রাসুল পরিবারের এই আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়। তাঁদের এই ত্যাগ ইসলামকে করেছে আরো সমুন্নত, আরো উজ্জ্বল। ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা।