রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চট্টগ্রাম প্রেসকাবে সেমিনারে হুইপ শামসুল হক চৌধুরী এমপি সুফিবাদ যুগে যুগে মানুষের কল্যাণের বার্তা পৌঁছে দিয়েছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মে, ২০১৯

মো. নুরুল আলম,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

ভারতীয় উপ-মহাদেশের ঐতিহ্যবাহী সুফিতাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান আঞ্জুমান-এ জাহাঁগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া ট্রাষ্টের উদ্যোগে ২৫ মে ২০১৯ শনিবার চট্টগ্রাম প্রেসকাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সেমিনারে বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় হুইপ ও পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সুফিবাদ যুগে যুগে মানুষ ও মানবতার কল্যাণের জন্য বার্তা পৌঁছে দিয়েছে। অসাম্প্রদায়িক চিন্তায় তাঁদের ধারণাগুলো মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখিয়েছে। হিতাহিত ন্যায়-অন্যায়গুলো বুঝার জন্য সুফিবাদ ও সুফিতত্ত্ব মানুষকে আলোর ঠিকানা ও পথ দেখিয়েছে। ভারতীয় উপমহাদেশের সুফিবাদ তরিকার অন্যতম জাহাঁগিরিয়া তরিকা মানুষকে সেই আলোর পথ দেখিয়েই চলেছে। চন্দনাইশের ঐতিহ্যবাহী শাহসুফি দরবার শরীফ সুফিবাদের একটি আলোর ঠিকানা। শাহসুফি আমজাদ আলী (র.), শাহসুফি মমতাজ আলী (র.) এর দেখানো পথ আজও সমাজের প্রতিটি মানুষকে নিবেদিতভাবে আহ্বান করছে পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)। সেমিনারের উদ্বোধন করে চন্দনাইশ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ও তাঁদের পীরমুর্শিদগণ যুগে যুগে মানুষকে সত্যপথের আহ্বান করেই চলেছে। এই আহ্বানের মধ্য দিয়ে মানুষ আখেরাত ও পৃথিবীর সত্য-সুন্দর বসবাস এবং মুক্তির পথ খুঁজে পাচ্ছে। আজকের এই সেমিনার সুফিবাদ ও মানবতাবাদের মুক্তির একটি অন্যতম নিদর্শন। জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজি (মা.জি.আ)’র সভাপতিত্বে এ সেমিনারের উদ্বোধন করেন চন্দনাইশ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় হুইপ ও পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান নির্বাহী শাহজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, ওআইসি ফিকাহ্ একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক, আন্তর্জাতিক ইসলামী স্কলার আল্লামা মুফতি ড. সৈয়্যদ আবদুল্লাহ আল মারুফ। সম্মানিত আলোচক ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান ও মহাকাশবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ এয়ার কমোডর (অব.) ড. সৈয়্যদ জিলানী মাহবুবুর রহমান পিএসসি, পি.ইঞ্জি.। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলার অধ্যাপক ড. এম শমসের আলী, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন আলহাজ্ব হাকিম আলী, মোহাম্মদ আলমগীর, হযরতুলহাজ্ব আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি, মাস্টার আবুল হোসেন, শাহাজাদা মাওলানা মনজুর আলী মমতাজি, অধ্য আল্লামা ইকবাল মোজাদ্দেদী, সাবেক চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, চেয়ারম্যান আবদুস সুক্কুর, এম.এম. মোর্শেদ আলী, অধ্য আল্লামা এ কে এম খারুল্লাহ, মাওলানা মো. গোলাম রব্বানী মমতাজি, মাওলানা মো. রেজাউল করিম মমতাজি, মেজর (অব.) আদনান নবীন, মাওলানা গোলাম রাব্বানী, শাহজাদা মাওলানা আহসান আলী, মোহাম্মদ জাকির হোসেন, ড. খান মুহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ আবদুর রহিম, এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, মাস্টার মাহমুদ আলী, প্রধান শিক্ষক শমসের আলী, শাহজাদা মোতালেব ফেরদৌস, মাওলানা অলি আহমদ মমতাজি, মাওলানা মো. মোর্শেদুল আলম মমতাজি, অধ্য মাওলানা মো. আনোয়ার হোসেন মমতাজি, মাওলানা মো. সাইফুল করিম নাঈম, মোহাম্মদ হাবিবুর রহমান, আলহাজ্ব মাওলানা এম.এম.আবদুল মান্নান আশরাফি প্রমুখ। সেমিনার শেষে জাতি-ধর্ম-বর্ণসহ বিশ্বের সকল নরনারীর শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)।