বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারায় ওষখাইন কানু শাহ (রহঃ)র ২৬৩ তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় অলিকুলের শিরোমনি আধ্যাত্মিক সাধক মহাকবি ও রজায়ী ত্বরিকার পীর আল্লামা হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর ২৬৩ তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগষ্ট) উপজেলার ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের বিশ্ব নুর মঞ্জিলে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় খতমে কোরআন, খতমে খাজেগান, ছেমা মাহফিল, মিলাদ, দোয়া ও তবররুক বিতরণ সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে খোশরোজ শরীফ অনুষ্টিত হয়।

খোশরোজ শরীফ উপলক্ষে কানু শাহ (রহঃ) এর মাজারে পুষ্পমাল্য, জেয়ারত ও মোনাজাত করেন শাহজাদা মাওলানা এস. এম নাঈম উদ্দিন রজায়ী।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।

এতে অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন শাহজাদা মাওলানা এস. এম ইমাম উদ্দীন রজায়ী ও শাহজাদা মোহাম্মদ সরোয়ার হোসেন মিরু। অন্যান্যদের মধ্যে ভক্ত ও মুরিদানরা উপস্থিত ছিলেন।