বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় তিনদিন ব্যাপী পিআইবির সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের পটিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ‘বুনিয়াদী সাংবাদিকতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার সকালে পটিয়া পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল।
বিএমএসএফ চট্রগ্মাম দক্ষিণ জেলা সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সভাপতিত্বে এতে
প্রশিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন পিআইবি,র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আনােয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ্‌, সাংবাদিক ওসমান হোসাইন, সাংবাদিক এমএহামিদ, সাংবাদিক নুরুল আলম প্রমুখ ।

প্রশিক্ষণে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছে ।
এতে পৌর মেয়র আইয়ুব বাবুল সাংবাদিকদের মৌলিক প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে পেশাগত
উৎকর্ষ সাধন পূর্বক দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহবান জানান।