রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মুজিব এসেছে || অর্ণব আরিফ আজাদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২

মুজিব এসেছে, রক্তের গিরি উনুন নগরী হেঁটে,
উন্মুখ সারি সারি শুধু কৃষ্ণচূড়ার ফুল ফোটে।
দিগন্ত জাগে প্রপাতের শেষ কোণে,
ভাঙল দুয়ার এক মুজিবের ঘ্রাণে।

মুজিব এসেছে যুদ্ধের মাঝে শত্রুর হৃদ জ্বেলে,
মুজিব এসেছে পদ্মা মেঘনা যমুনা নদীর কূলে।
সবুজের ঘাসে ঘাসে,
দুরন্ত বেগে মিছিলে মিছিলে কোটি জনতার পাশে।

রক্তের পথ হাজারো বিপথ প্রলয় পাবন রুখে,
মুজিব এসেছে বঙ্গের তীরে সবুজ ঘাসের বুকে।
পাথার কেঁদেছে মুজিবের এক ডাকে,
পাহাড় ভেঙেছে শুধু মুজিবের শোকে।

রাইফেল ডাকে শব্দের ঝঙ্কারে,
আজো জাগি মুজিবের সেই চিৎকারে।
সেদিনের হুংকার,
ভূমে পিষে গেছে পাকিস্তানি শাসকের অহঙ্কার।

রক্তের আভা ভাসে,
রাজপথে পথে স্লোগানে স্লোগানে আজো বঙ্গবন্ধু হাসে।
শিশিেরর মাঝে মুজিবের খুঁজে দোয়েল শাপলা জাগে,
সেই বজ্রধ্বনি ছুটে যায় ঘন অরণ্য বাগে।

মহাসারথির দুর্বার এক ডাকে,
মহাসমুদ্র পড়েছে কঠিন কঠিন ঘূর্ণিপাকে,
বাংলার ভূতল কান পেতে শুনে থাকে,
কখন বজ্রকন্ঠে মুজিব ডাক দিবে জনতাকে?
জনতার হাঁকে জাগরণী ডাক দিবে,
সাথে সাথে মুঠিমুঠি আঘাত হানবে!

মুজিব এসেছে, রক্তের বানে,
মুজিব এসেছে, জন্মভূমির টানে।
পরাধীনতার জিঞ্জির ভেঙে স্বদেশ ভূমি গড়তে,
স্বাধীনতার নেশায় রাইফেল হাতে যুদ্ধ করতে,
মুক্ত আকাশে মুক্ত পাখির মত মানুষকে উড়াতে।

মুজিব এসেছে, যুদ্ধে কামান ধরে,
মুজিব এসেছে, বারুদের ঝঙ্কারে।
আগুনে আগুনে উত্তাপে উত্তাপে জেগে জেগে,
মুজিব এসেছে, প্রণব উল্কা বেগে।

মুজিব এসেছে,গাঢ় অন্ধকারের বুক ছিঁড়ে ছিঁড়ে,
প্রমত্ত পরিহাস নির্দয় ইতিহাসে পুড়ে পুড়ে,
মুজিব এসেছে, বাঁশের কেল্লা ছুঁয়ে,
মুজিবের ডাকে রাইফেল গেছে নুয়ে,
মহান মুক্তিযুদ্ধের মহানায়কের এক ডাকে,
হঠাৎ জনতার মিছিল ঝাঁকে ঝাঁকে,
জাগরণ তুলে স্বাধীন ভূমের ডাক,
জনগণ কেঁপে তুলে মিছিলের হাঁক।

প্রত্যুষ আসে জ্বালা দাহিকার তপ্ত আঘাত সয়ে,
মুজিব এসেছে, মহাপর্বত হয়ে,
দুর্গমগিরি পথ পাড়ি দিয়ে বিজয় পায়রা উড়াতে।সাইক্লোন ধেয়ে এসেছে শুধু স্বাধীনতার নেশায়,
দাসত্বের নগরী ভেঙে যেন বিজয়ের স্বাদ পায়।

(সংক্ষেপে)
০৮ জুন ২০২১ খ্রি. ছায়াঢাকাস্থান, কক্সবাজার।