রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে নকল জুস কারখানার সন্ধান আটক-১

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ মে, ২০১৯

চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার ছৈয়দাবাদ এলাকার গিয়াস উদ্দীনের ভাড়া টিনসেট ঘরে গোপন সংবাদের ভিক্তিতে নকল জুস তৈরি করার সময় ১ জনকে আটক করে।

সূত্রে জানা যায়, রামু-কক্সবাজারের আজু নুরের ছেলে কলিম উল্লাহ (২৯)চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ এলাকায় বিয়ে করে বসবাস শুরু করেন। গত ৩ মাস আগে গিয়াস উদ্দীনের টিনসেট বাসা ভাড়া করে ‘টারজেন’ নামের কোম্পানি ব্যবহার করে ম্যাংগো, লিচু জুস তৈরি করে প্যাকেটজাত করে চন্দনাইশের বিভিন্ন দোকানের পাইকারী বিক্রি করতেন। চন্দনাইশ থানা পুলিশের অভিযানে
ম্যাংগো, লিচু জুস তৈরি করে প্যাকেটজাত করার সময় তাকে শনিবার (২৫ মে) বিকালে হাতেনাতে আটক করা হয়।

এ সময় কলিম উল্লাহ স্বীকার করেন যে, দীর্ঘ ৩ মাস ধরে জুস তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে যাচ্ছে। বর্তমানে তার ২০ হাজার টাকা অধিক মূল্যের জুস তৈরি করা আছে।
তার কোন নিজস্ব বিএসটিআই এর অনুমোদন নেই। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেছেন, নকল জুস তৈরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান।

নকল জুস তৈরি করার সময় হাতেনাতে কলিম উল্লাহকে আটক করা হয়। তার তৈরিকৃত নকল জুস উদ্ধার করে ঘটনস্থলে জব্দ তালিকা তৈরি করা হয়। তার বিরুদ্ধে নকল জুস তৈরি করায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।