রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মে, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১৬-১৭ সেশনের “সাদেকুল ইসলাম সায়েম”। পিতা- মরহুম রফিকুল ইসলাম,মাতা:- মাহমুদা খাতুন।
গ্রাম:-শুখিয়া,উপজেলা:- পাবন্দিয়া,জেলা:- কিশোরগঞ্জ

গত ২৩ মে প্রাইভেট কার দূর্ঘটনায় সাদেকের বাম পায়ের টিবিয়া-ফিবুলাসহ ভেঙ্গে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত লাগে।
ঘটনাস্থল থেকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তখন পর্যন্ত অনেক ব্লিডিং হচ্ছিল। ডাক্তার চেক-আপ শেষে প্লাস্টার করে রিপোর্ট দেখে বলেন, ডান পায়ে অপারেশন করে রড বসানো ছাড়া উপায় নাই। এরপর রাতের দিকে ওর খিচুনী সহ আরও কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। পরবর্তীতে তাকে ICU তে স্থানান্তর করানো হয়। অল্প সময় পর সে জ্ঞান হারায়, যা এখনো ফিরে নি।

পরে MRI এবং CT Scan করে জানা যায় মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে ব্লিডিংসহ ব্রেনে পানি জমে গেসে। শরীরের অবিস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝে অল্প সময়ের জন্য জ্ঞান আসলে কাউকেই চিনতে পারছে না।

সেই ছিল পরিবারের একমাত্র ইনকাম সোর্স। যার টিউশনের টাকা দিয়েই তার পরিবার আর ছোট দুই ভাইয়ের খরচ চলতো। পারিবারিক ভাবে আর্থিক অবস্থা খুব একটা ভাল না। গত ৩ দিন ধরে ICU তে পড়ে আছে সাদেকুল ইসলাম সায়েম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি সার এবং প্রক্টর স্যারের নির্দেশক্রমে এখন সর্বোচ্চ চিকিৎসা দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।

বিভিন্ন টেস্ট এবং ঔষধপত্রের খরচ চালানো এই বাবা হারা সংসারের কাছে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় কমপক্ষে ১০ হাজার টাকা করে খরচ হচ্ছে বিভিন্ন টেস্ট ও ঔষধপত্রের জন্য। আর চিকিৎসা বাবদ প্রায় 8-10 লাখ টাকা লাগতে পারে।

বাবা হারা এই ভবিষ্যৎ প্রাণিবিদকে বাচাঁতে দয়া করে যে যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এই রমজানে হয়তো এই দান আপনার জন্য নাজেতের উসিলা হতে পারে। মহান রাব্বুল আ’লামীন যেন সবাইকে আমার সাদেককে বাচাঁনোর প্রয়োজনীয় সকল অর্থ জোগাড় করার তৌফিক দান করুক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাদেকের সকল বন্ধুবান্ধব সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।
আল্লাহ যেন সাদেকের উপর সহায় হোনন।

টাকা পাঠানোর ঠিকানাঃ বিকাশ-01983582862(পারসোনাল)
রকেট-019835828622 -মেহেদী-01966870083
-রিয়াজ(বিকাশ পারসোনাল)