রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দ্বীগুণ-তিনগুণ দামে কাপড় বিক্রি হচ্ছে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ
পণ্যের গায়ে নেই কোন প্রাইস ট্যাগ । পণ্যের ক্রয় রশিদ, আমদানির কাগজপত্র ও চালানের সাথে বিক্রয় মূল্যের দামে অযাচিত পার্থক্য অযৌক্তিক ও অধিক মূলে বিক্রি হচ্ছে শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস, বাচ্চাদের জামা-কাপড়। কোনো কোনো দোকানে ক্রয় মূল্যের চাইতে শাড়ি,লেহেঙ্গা,থ্রি পিস ২-৩ গুণ দামে বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম নরীর ষোলশহরে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে এ চিত্র দেখতে পান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ আলী হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় ভ্রাম্যমান আদালত মার্কেটের ২০ দোকানে অভিযান চালান। যার মধ্যে ১৫ টি দোকানেই প্রাইস ট্যাগ না থাকা, অত্যধীক বা ক্রয়মুল্যের চাইতে ২-৩ গুণ বেশি দামে পণ্য বিক্রিসহ নানা অনিয়ম দেখতে পান। দোকানগুলো হচ্ছে- ইয়ং লেডি, নাদিয়া ফ্যাশন, সমাগম, শাহনাজ স্টোর, লেটেস্ট ফ্যাশন, কিডস কর্ণার, ফেমাস বুটিক, বাসন্তী, প্রিটি লুকস, চিটাগাং বুটিকস, আলম ফেব্রিক্স, চাঁদোয়া, লাজুক ফেব্রিক্স, ফিরোজা শাড়ি এম্পোরিয়াম, রায়হান’স ফ্যাশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম জানান, ২০১৬ সালে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রামে রমজান চলাকালীন সময়ে ক্রেতাদের নিকট কাপড় সহ অন্যান্য পরিধেয় বস্ত্র ও সামগ্রীর চড়া মূল্যে বিক্রি প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছিলো। সে সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী কাপড় সহ অন্যান্য পরিধেয় সামগ্রী ও পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলক ভাবে প্রদর্শন করার ব্যাপারে এই মার্কেট ছাড়াও চট্টগ্রামের বৃহত্তম মার্কেট টেরিবাজার, আফমী প্লাজা, মিমি সুপার মার্কেট, সেন্ট্রাল প্লাজা, সানমার ওশান সিটি, আখতারুজ্জামান সেন্টার, ভি আই পি প্লাজা,লাকী প্লাজা, সিংগাপুর মার্কেট, সেন্ট্রাল প্লাজা অন্যান্য বিপণী বিতানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ঐ সময় বাজার মনিটরিং টিমের ম্যাজিস্ট্রেটগণের কাছে চিটাগাং শপিং কমপ্লেক্স এ একই ধরণের গাফিলতি ধরা পড়ে। সেসময়, দোকান মালিক সমিতির পক্ষ থেকে অঙ্গীকার প্রদান করা হয় যে, চিটাগাং শপিং কমপ্লেক্স এর সকল দোকানে পণ্যের সরাসরি মূল্য তালিকা ও প্রাইস ট্যাগ সংরক্ষণ করা হবে। কিন্তু আজকের অভিযানে দেখা যায়, চিটাগাং শপিং কমপ্লেক্স মিমি এর দোকান মালিকরা কোনো ধরনের পণ্য তালিকা ও পণ্যের গায়ে প্রাইস ট্যাগ সংরক্ষণ করছেন না।

ম্যাজিস্ট্রেট তৌহিদুল বলেন, সভাপতির বক্তব্যের স্বপক্ষে ম্যাজিস্ট্রেটগণের নিকট দোকান মালিক সমিতির পক্ষ থেকে ইস্যুকৃত নোটিশ উপস্থাপন করেন। এসব অনিয়ম ও ঘটনা আমলে নিয়ে চিটাগাং শপিং কমপ্লেক্স এর দোকান মালিক সমিতির সভাপতি জনাব সহিদুল আলম কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, সাদমান ফ্যাশন, অসাধু দোকান মালিকরা ভ্যাট ফাঁকি দেয়ার জন্য দোকান মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের নোটিশ উপেক্ষা করে ফিক্সড রেটে পণ্য পণ্য বিক্রি করাতে বিরোধিতা করছেন।