বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে আগুনে পুড়লো সমাজসেবীর বসতঘর

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

চন্দনাইশে রহস্যজনক ভাবে আগুনে পুড়লো নার্গিস আকতার নামে ১ সমাজসেবীর চার রুম বিশিষ্ট একটি বসতঘর। গত ৩১ আগস্ট দিনের বেলা উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মিয়া হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ নার্গিস আকতার বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তি যুদ্ধকালিন ত্রাণ কমিটির সভাপতি মরহুম মিয়া হোসেন এর পুত্র মুহাম্মদ আলীর স্ত্রী। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ নার্গিস আকতার। এব্যাপারে নার্গিস আকতার বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানা যায়, ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে ওই বসতবাড়িতে আগুন ধরে যায়। এসময় নারগিস আকতার তিন সন্তানসহ স্কুলে ছিলো, বাড়ির ভিতর থাকা ১সন্তানসহ পরিবারের সবাই বের হতে পারলেও সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ নার্গিস আকতার জানান, দুপুরে আমার সাথে ৩ সন্তান ছিলো, ১ছেলে প্রাইভেটে ছিলো। এই সময় আমার বসতঘরে কে বা কারা আগুন দেয়। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও ফোন রিসিভ করেনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভানো হয়। আগুনে সন্তানদের বই খাতা, কাপড়-চোপড়, আসবারপত্র, টিভি, ফ্রিজ সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, গত বুধবার দুপুরে ডাক্তার নারগিসের বসতঘরে আগুন জ্বলতে দেখে সবাই এগিয়ে আসেন। বাড়ির লোকজন ওই সময় বিদ্যুৎ না থাকায় ঘরের ভিতরে ছিলোনা। আগুন দেখে তারা এগিয়ে আসেন। পরিবারের লোকজন ঘরের বাহিরে থাকায় প্রাণে বেঁচে যায়। আসবাবপত্র, টিভি, ফ্রিজসহ সবকিছু পুড়ে যায়।