আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
হৃদয়ে চট্টগ্রাম ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ঢাকার সোবহানবাগের দীন মোহাম্মদ আই হাসপাতালে তার অপারেশন পরবর্তী চোখ পরীক্ষা করিয়েছেন।
অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক তার চোখ পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করেন।
ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেছেন: অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে। আমরা প্রধানমন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেছি, তাকে নতুন চশমা দিয়েছি, গ্লুকোমা পরীক্ষা করেছি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেছেন। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির সমাহার দেখে প্রশংসা করেন এবং বলেন বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।