বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় ইমাম হোসাইন পাঠাগারে মেয়র আইয়ুব- আহলে বায়তের আদর্শ অনুস্মরণ করলে প্রকৃত মুমিন হওয়া যাবে।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

আবদুল হাকিম রানা: পটিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড আহলে বাইতে রাসূল (সাঃ) স্মরণে হযরত ইমাম হাসান হোসাইন (রাঃ) স্মৃতি সংসদের উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মো: আইয়ুব বাবুল।

পাঠাগার সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পটিয়া ব্যাংকার ফোরামের সভাপতি, আলহাজ্ব আমির হোসেন, প্রধান ওয়েজিন ছিলেন উরকিচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ, আল্লামা হাসান রেজা আলকাদেরী।

বিশেষ ওয়েজিন ছিলেন গাউছিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলী হোসেন আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল বশর।

এতে মেয়র বলেন, আহলে বায়তের প্রতি ভালোবাসা রাসুলের নৈকট্য লাভের প্রধান শর্ত।বিন্দু পরিমাণ কালিমা নিয়ে আগালে কখনো মুমিন হওয়া যাবে না। তিনি নিখাদ মুমিন হতে আহলে বায়তের আর্দশ অনুস্মরনের আহবান জানান।