আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২২ এর চ্যাম্পিয়ন হয়েছে লংগদু উপজেলার গুলশাখালী ইউপির মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রোববার (১৮ই সেপ্টেম্বর) রাঙামাটি মারী স্টেডিয়ামে লংগদু উপজেলা বনাম রাজস্থলী উপজেলা সমাপনী খেলায় ট্রাইবেকারে রাজস্থলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে লংগদুর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
সমাপনী খেলায় শাহীন আলম ৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম। উভয়েই মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।